Slider

***পরম করুনামই আল্লাহর নামে শুরু করিলাম*** بسم الله الرحمن الرحيم *** বিসমিল্লাহির রাহমানির রাহীম ***

Sunday, January 14, 2018

আজকে আমি দেখাবো কিভাবে লিনাক্সে এ অভ্র ইনস্টল করবেন ।

প্রথমে  আই বাছ ইনস্টল করতে হবে এবং ইনস্টল করার জন্য আপনার টারমিনাল টা ওপেন করুন এবং নিচের কমান্ড গুলো পেস্ট করুন

commend: sudo apt-get install m17n

তো চলুন দেখে নেই যে আমাদের আইবাচ ইনস্টল হলো কিন !!
স্টার বা সুপার ম্যানুতে কিলিক করুন
তারপর কনট্রোল সেন্টারে কিলিক করুন


নিচের পিকচারে লক্ষ্য করুন যে আইবাচ ইনস্টল হয়েছে




এরপর  নিচের লিংক থেকে অভ্র ফাইলটা ডাউনলোড করুন


ডাউনলোড করা ফাইলটায় 
ডাবল কিলিক করুন  এবং  ইনস্টল প্যকেজ এ কিলিক করুন



পাসওয়ার্ড দিন এবং এই সময় আপনাদের নেট কানেকশন টা
অবশ্যই দরকার
কারন কিছু ফাইল ডাউনলোড হবে এবং ডাউওনলোড শেষ হলে অটোমেটিক ইনস্টল হবে 



এর পর টপ বারে আইকন থেকে ল্যাগুইজে কিলিক করুন এবং রিস্টাট এ কিলিক করুন



এরপর আবার ল্যাগুইজে কিলিক করুন এবং পারফমেন্সে কিলিক করুন



এরপর ইনপুট মেথোর্ড  থেকে এড এ কিলিক  করুন 




নিচে যান বাংলায় কিলিক করুন এরপর অভ্র সিলেক্ট করে এড করুন



এখন উপরে টপ বার থেকে ল্যাগুইজে কিলিক করুন এবং দেখতে পাবেন যে অভ্র ইনস্টল হইছে



 এবং এখন অভ্র সিলেক্ট করে আপনি বাংলা লিখতে পারবেন 
এর পর যদি না হয় তবে কমেন্ট করুন আমরা আপনাকে সাহায্য করবো
অথবা আমাদের উটিউব ভিডিও দেখতে পারেন


No comments: