Slider

***পরম করুনামই আল্লাহর নামে শুরু করিলাম*** بسم الله الرحمن الرحيم *** বিসমিল্লাহির রাহমানির রাহীম ***

Wednesday, January 10, 2018

আজকে আমি আপনাদের দেখাবো কিভাবে উবুনটুতে ওয়াইফাই এনাব্যাল করবেন ।

হ্যালো ভাইয়ারা!
আজকে আমি আপনাদের দেখাবো কিভাবে উবুনটুতে ওয়াইফাই এনাব্যাল করবেন
নিচের পিকচার লক্ষ্য করুন   দেখুন এখনে ওয়াই ফাই এনাবেল নাই


তো এজন্য আপনার উবুনটু অপারেটিং সিস্টাম ফুল আপডেট দিতে হবে ,তবে ভয় নেই এতে আপনার সর্বচ্চ ৩০০-৪০০ এম বি যাবে
নিচের পিকচার লক্ষ করুন   কিভাবে উবুনটু আপডেট করবেন
স্টেপ (১)


স্টেপ (২)

অথবা

\ স্টেপ (৩) 

প্রথমে উবুনটু ম্যানু থেকে সফটার আপডেট
তো হয়ে গেল উবুনটু আপডেট
এবার উবুনটু ম্যানু তে যান এবং এডিশনাল ড্রাইভার সিলেক্ট করুন
নিচের পিকচার লক্ষ করুন
স্টেপ (৪)

এর পর এখান থেকে অয়াইফাই ড্রাইভার টা সিলেক্ট করুন
নিচের পিকচার লক্ষ করুন
স্টেপ (৫)

এবং এপ্লাই চেঞ্জ করুন
এটা একটু সময় নিবে  তবে উবুনটু ফুল আপডেট হলে কাজ হয়ে যাবে
এরপর
আপনার ডেক্সটপের রাইট সাইট থেকে ওয়াই ফাই তে কিলিক করলে দেখতে পাবেন যে আপনার ওয়াই ফাই এনাবেল হয়েছে কিনা
নিচের পিকচার লক্ষ করুন 

স্টেপ (৬)

এর পর যদি না হয় তবে কমেন্ট করুন আমরা আপনাকে সাহায্য করবো
অথবা আমাদের উটিউব ভিডিও দেখতে পারেন





এবং আমাদের ফেইজবুক পেইজেও দেখতে পারেন


No comments: